অন্ত’র’ঙ্গ ভিডিও ধারণ করে কোটি টাকা হাতিয়ে নেয়ায় অভিনেত্রী রোমানা গ্রেফতার

গ্রেফতার হয়েছেন মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা (৪০)। সৌদি প্রবাসী ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে তাকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল।

তিনি বলেন, ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন স্বর্ণা। তার অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে।এডিসি মৃত্যুঞ্জয় দে সজল আরও বলেন, স্বর্ণার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় এই সৌদি প্রবাসীর।

আরও পড়ুনঃটাঙ্গাইলের কালিহাতীতে এক মাদ্রাসাছাত্র তার বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাওয়ের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।জানা গেছে, উপজেলার পারখী ইউনিয়নের পুরবাসিন্দা গ্রামের মজিবর রহমান সিদ্দিকীর সৌদি প্রবাসী ছেলে দেলোয়ার হোসেনের (৩৫) সাথে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের দেলুটিয়া গ্রামের ইয়ার মাহমুদের মেয়ে আরজিনা বেগমের (২০) তিন মাস আগে মোবাইলের মাধ্যমে কাবিন হয়।

দেবর রিপন হোসেন (২২) ঢাকার একটি মাদ্রাসায় আলেম শিক্ষায় অধ্যয়নরত। সম্প্রতি ফেসবুকের মাধ্যমে আরজিনার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এ সম্পর্কের টানে ভাবী আরজিনাকে তার বাবার বাড়ি দেলুটিয়া থেকে নিয়ে গত ২ মার্চ (মঙ্গলবার) উধাও হয়। এরপর ৭ মার্চ রাতে রিপন তার ভাবী আরজিনাকে নিয়ে পুরবাসিন্দা গ্রামে তাদের নিজ বাড়িতে এসে উপস্থিত হয়।

রিপনের উপস্থিতির খবর পেয়ে এলাকাবাসী ভিড় করলে রিপন তাদের জানায়, আরজিনার সাথে তার কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে হয়েছে। আরজিনা তার বৈধ স্ত্রী। কিন্তু বড় ভাই দেলোয়ারের সাথে ভাবী আরজিনার তালাক না দিয়ে রিপন কিভাবে ভাবী আরজিনাকে বিয়ে করেছে জানতে চাইলে রিপন সুকৌশলে পরের দিন ৮ মার্চ ভোরে আরজিনাকে নিয়ে পালিয়ে যায়।

ইতোপূর্বেও রিপন তার আরেক সৌদি প্রবাসী ভাই লিটন হোসেনের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল। এলাকাবাসীর চাপে তিন মাস পরে রিপন ভাবীকে ডিভোর্স দেয়। একই রকমের ঘটনা দ্বিতীয়বার ঘটায় এলাকাবাসী চরম ক্ষুব্ধ।

ঘটনার বিষয়ে রিপনের বাবা মজিবর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক। রিপন হোসেনকে তিনি বাড়ি থেকে বের করে দিয়েছেন। রিপনের জন্য তার বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ। রিপনের কোনো খোঁজখবর তিনি জানেন না।এ বিষয়ে পারখী ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন তালুকদার বলেন, ঘটনার বিষয়ে তিনি অবগত নন। তবে ঘটনার খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।