একজন কমান্ডো হল সুপ্রশিক্ষিত হালকা অস্ত্র সজ্জিত পদাতিক বা বিশেষ বাহিনীর সৈনিক যারা জল হতে স্থলে, পারাস্যুটিং এর মাধ্যমে অথবা দুর্গম পথ পাড়ি দিয়ে শত্রুপক্ষ এর উপর আক্রমণ চালাতে সক্ষম সৈনিক।
এরা বিশেষ ধরনের সামরিক দল যারা অন্যান্য সামরিক দল থেকে আলাদা। অন্যন্য ভাষায়, commando ও kommando শব্দটি command শব্দটির সাথে সম্পর্কযুক্ত।
বিশ্বের অধিকাংশ সামরিক বাহিনিতে, কমান্ডোদেরকে আলাদা করা হয় যুদ্ধক্ষেত্রের গুরুত্বপূর্ণ লক্ষস্থলে হামলা চালাতে বিশেষজ্ঞ দল হিসাবে।
তথাপি, সামরিক সংজ্ঞানুসারে, কমান্ডরা আইনশৃঙ্খলা রক্ষা, যুদ্ধক্ষেত্রে রেকি করা, চোরাগোপ্তা হামলা চালানোয় সক্ষম কিন্তু এরা গোয়েন্দাগিরি, দীর্ঘ সময় ধরে শত্রুপক্ষের উপর নজরদারি চালানোর মত কাজ করে না ও অপ্রচলিত যুদ্ধকৌশল অবলম্বন করে না।
Commando শব্দটির উৎপত্তি আফ্রিকানাস শব্দ kommando হতে যার আক্ষরিক অনুবাদ “আদেশ”, এবং ভাবানুবাদ করলে দারায় “ধ্রুত মতায়নযগ্য সৈন্যদল”।
এটি মুলত বুঝায় তৎকালীন বোর যুদ্ধগুলতে ব্রিটিশদের বিরুদ্ধে অংশ নেওয়া হালকা পদাতিক ইউনিটসমুহদেরকে।মুলত পূর্তগিজ আফ্রিকান কলনিগুলোতে এ শব্দের জন্ম হয়
সম্প্রতি একটি ভিডিওি প্রচুর ভাইরাল হয় তাদের ট্রেইনিং রেকি নিয়ে দেখুন নিচের লিংকে ক্লিক করে সেই ভিডিওটি।