ছাগল, খাসি এবং পাঠার মধ্যে পার্থক্য কি? … এরা উভয়ই ছাগলের পুরুষ প্রজাতি তবে জন্মের কিছুদিন পরে যেসব পুরুষ লিঙ্গের ছাগলের অন্ডকোষ কেটে ফেলে দেওয়া হয় সে সব শাবককেই খাসি বলা হয়। এর কারণ হল অন্ডকোষ কাটলে এরা প্রজনন অক্ষম হয়, ফলে মনযোগ দিয়ে খাওয়া দাওয়া করে ফলে খাসি মোটাতাজা হয় এবং খাসির মাংস সুস্বাদু হয়।
সোস্যাল মিডিয়া এমনি একটা প্লাটফর্ম যেখানে কোনো কিছু আপলোড করার সাথে সাথেই ছরিয়ে পরে বিশ্ববাসীর কাছে আর তা দেখে কোটি কোটি মানুষ কারন সোস্যাল মিডিয়া ব্যাবহার করেনা এমন মানুষ খুবি হাতে গুনার মতো ।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় গ্রামের কিছু বৃদ্ধ দাদুরা তারা সবাই মিলে একটি আস্ত খাসী দিয়ে বিরিয়ানী রান্না করে অনেক জোগার আয়োজন করেই । তারা সেই খাবারগুলাকে বিলিয়ে দেয় সকল অসহায় মানুষদের যারা ভালো মন্দ খেতে পায়না ।