এবার দীঘির পক্ষ নিয়ে একি বললেন হিরো আলম

সময়ের সেরা আলোচিত নায়িকা দীঘি। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী।

নতুন খবর হচ্ছে,১২ মার্চ মুক্তি পাচ্ছে দীঘি অভিনীত ‘তুমি আছো তুমি নেই’। জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ট্রেলার প্রকাশের ২৩ ঘন্টার মধ্যে কমেন্টবক্সে তেমন কোনো ইতিবাচক কমেন্ট আসেনি। সেখানে দর্শকরা পরিচালকের সমালোচনায় মুখর।

এদিকে, হিরো আলম বলেন, ‘দীঘি এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো নায়িকা হিসেবে এসেছেন। দীঘিকে যদি কেউ আঘাত দেয়, এরচেয়ে দুঃখ আর নাই। আপনারা সবাই জানেন স্বপ্ন দেখানো সহজ, বাস্তব করা অনেক কঠিন।

আরও পড়ুন=সেদিন খুব হাসিখুশি দেখাচ্ছিল ঢালিউড তারকা শাকিব খানকে। পাবনায় জায়গাটার পরিবেশ ভালো লেগেছে তাঁর। সেখানেই শুরু হচ্ছে নতুন সিনেমার কাজ। সেখানে টানা ২২ দিন শুটিং করতে হবে তাঁকে। নতুন ছবি ‘অন্তরাত্মা’র জন্য নায়িকা আসছেন ভারত থেকে।

গত শুক্রবার পাবনায় গিয়েছিলেন শাকিব খান। রাতে অংশ নেন নতুন ছবির মহরতে। শনিবার সকাল থেকে ছিলেন ক্যামেরার সামনে। শুরু হয়ে গেছে তাঁর ঈদের সিনেমার শুটিং। তবে ভারতীয় নায়িকা আসবেন দুই দিন পর। পাবনা ও আশপাশের এলাকায় ‘অন্তরাত্মা’ ছবির শুটিং হবে। এরপর তিনি ঢাকায় ফিরবেন। এসেই শুটিং শুরু করবেন নতুন ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির।

ঢালিউডে কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল, পুরোনো ছবি নিয়েই ঈদে পর্দায় থাকবেন শাকিব। আর আত্মবিশ্বাসী শাকিব বরাবরই বলে আসছিলেন, ‘আমার ভক্তরা নতুন ছবিতেই ঈদ উদ্‌যাপন করবে।’ এবার বোঝা গেল সেই আত্মবিশ্বাসের কারণ।