ওম সাহানি আর মিমি দত্ত । টলিউডের সদ্য-বিবাহিত তারকা দম্পতি তারা। সবেই বয়ের একমাস পূর্ণ হয়েছে। আর বিয়ের ঠিক পরপর এই সময়টা তো হনিমুন পিরিয়ড। একে অপরের সঙ্গ এখন চুটিয়ে উপভোগ করছেন নববিবাহিত এই তারকা দম্পতি।
এখন বিয়ের এক মাস কেটে গিয়েছে। কিন্তু দু’জনের প্রেম যেন আরও গভীর হয়েছে। আদর, খুনসুটি, ভালবাসায় রয়েছেন ওম-মিমি। আর তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেল সম্প্রতি মিমির পোস্ট করা একটি ভিডিও থেকে। মোবাইল ক্যামেরা অন করেই স্ত্রীর ঠোঁটে কামড়ে ধরতে যাচ্ছেন ওম, তার এমন কাণ্ডে লজ্জায় মুখ লুকাচ্ছেন মিমি। এমনই রোমাঞ্চকর একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।
ইনস্টাগ্রাম রিল ভিডিও বানানোর জন্য ক্যামেরা অন করেছিলেন ওম। ব্যাকগ্রাউন্ডে বাজছিল এ আর রহমানের ‘খুলকে জিনে কা’ গান।
সেই গানের সঙ্গেই ওমের গালে আলতো চুম্বন এঁকে দিলেন মিমি। আর তখনই সব ভুলে নব বিবাহিতা স্ত্রীর ঠোঁটে আলতো কামড় দিতে উদ্যত হলেন ওম। কিন্তু ক্যামেরা অন রয়েছে বলে লজ্জায় ওমের কাঁধেই মুখ গুঁজলেন মিমি।