ক্রিকেটকে বিদায় দিবেন যেদিন – দিনক্ষন জানালেন সাকিব

শিরোনাম দেখে চমকে উঠায় স্বাভাবিক। তবে যা ভাবছেন তা কিন্তু নয়। এখনি অবসর নেবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে অবসরের ভাবনা জানা গেলো তার মুখ থেকে।

রোববার (২১ মার্চ) দিনভর উত্তাপ ছিল বাংলাদেশ ক্রিকেট নিয়ে সাকিবের কিছু সমালোচনামূলক মন্তব্য।খোদ বিসিবিও এ জন্য নড়েচড়ে বসছে। এর মধ্যে আরেকদফা কথা বললেন সাকিব। কী বলতে চেয়েছেন? কেন বলেছেন?

এসব উত্তর দেওয়ার ফাঁকে দেশের জনপ্রিয় এক সাংবাদিককে বলেই দিলেন, বড়জোর আর তিন/চার বছর খেলতে পারবেন। হতে পারে এক বছরও। তারপরই বিদায়।

দেশসেরা এই অলরাউন্ডারের ভাষ্য, ‘আমার কথাই বলি। বয়স ৩৪ হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে বড়জোর আর তিন/চার বছর খেলতে পারব।

দুই বছরও হতে পারে। কপাল খারাপ থাকলে এক বছর। আর্থিক দিকটা ভাবা কি অন্যায়?

৩ কোটি ২০ লাখ রুপি খরচ করে সাকিব আল হাসানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগেও দলটির হয়ে খেলেছেন সাকিব। নতুন করে আবারো তাকে দলে নেওয়ার কারণ খোলাসা করেছে আইপিএলের বাঙালি দলটি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সম্পন্ন হয় ১৪তম আইপিএলের নিলাম কার্যক্রম। রিটেইন খেলোয়াড়দের পাশাপাশি নতুন খেলোয়াড় দলে ভিড়িয়ে দল গোছানো সম্পন্ন করেছে সবগুলো ফ্র্যাঞ্চাইজি। সাকিবসহ শক্তিশালী দল গড়েছে কলকাতাও।