তাহসানের ‘ব্যক্তিগত’ জীবনের জটিলতার কারণ জানা যাবে আজ

তাহসান খান। একাধারে তিনি গায়ক, অভিনেতা, শিক্ষক। তবে এত কিছুর মাঝে অভিনয়টা চালিয়ে যাচ্ছেন তিনি। বিশেষ দিবস ছাড়া খুব একটা দেখা যায় না তাকে।আর তাই আজ পহেলা বৈশাখে ‘টোনাটুনির ভালবাসা’

শিরোনামের নাটকে দেখা যাবে তাকে। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এ নাটকে তাহসানের বিপরীতে দেখা যাবে হালের আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে।নাটকের গল্পে দেখা যাবে,

আবির (তাহসান) পায়ে ফ্র্যাকচার নিয়ে ঘরে বসা প্রায় তিন মাস। কুয়াশা (তানজিন তিশা) কোনোভাবেই ডাক্তারের কথামতো তিন মাস রেস্ট ছাড়া আবিরকে ছাড়বে না। সেজন্য একটা গেম খেলে আবিরকে

ব্যস্ত থাকার ব্যবস্থা করে কুয়াশা।গেমটা একজন আরেকজনকে এমন প্রশ্ন করবে, যেটা নিজেদের সংসার জীবনে কেউ এখনো কারোটা জানে না। সেই না জানা উত্তর জানতে গিয়ে তাদের ব্যক্তিগত জীবনের জটিল বিষয় বের হয়ে আসে।

সেখানে কুয়াশার কিশোরী বয়সের প্রেমের গল্প তাদের সম্পর্কে কাল হয়ে দাঁড়ায়।
বাকি গল্প জানতে চোখ রাখতে হবে ১৪ এপ্রিল (বুধবার) রাত ১০টায় আরটিভিতে।