চলতি বছরের জুলাই মাসের এক তারিখে আয়নাবাজিখ্যাত অভিনেত্রী নাবিলার জন্য ছিল স্বপ্নের মতো একটি দিন। তার ঘর আলো করে আসে মালহার মাসুমা হক। দীর্ঘ প্রায় এক বছর সন্তানের জন্য ক্যামেরা থেকে দূরে ছিলেন তিনি।
এবার সিদ্ধান্ত নিয়েছেন সাড়ে তিন মাসের মালহারকে নিয়েই শুটিংয়ে ফিরবেন। গত রবিবার ১৭ অক্টোবর থেকে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের অংশ নেন নাবিলা। এই শুটিংটি একটানা ৩ দিন চলে।
এ প্রসঙ্গে নাবিলা বলেন, কাজ করব ঠিক করেছি। কিন্তু খুব যে কাজ করতে পারব তা না। আমার মেয়ে এখনো অনেক ছোট। শুটিং করতে রাজি হয়েছি কারণ, আমার মেয়েকে রাখার সব ব্যবস্থা করবে ইউনিট।
শুটিংয়ে আমাকে আলাদা রুম দেবে। মেয়েকে পুরো সময় দিয়েই শুটিং করব। কিন্তু এখনই পুরোদমে শুটিং করতে চাই না। বাবু একটু বড় হলেই নিয়মিত শুটিং করব। আমাকে ছাড়া সে একদমই থাকে না।
তাকে বাসায় রেখে যাওয়াও অসম্ভব। নাবিলা আরো বলেন, আস্তে আস্তে স্যাটেল করছি। একটু একটু করে বুঝে উঠছি। প্রথম দেড় মাস অনেক কষ্ট করেছি। এখন দিন দিন মেয়েকে বুঝতে পারছি। তার একটু একটু করে বড় হওয়ার অপেক্ষায় আছি।