আলোচিত সমালোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
এবার ভাইরাল হয়েছে অভিনেত্রী তিশার সাথে সাবেক এই অধিনায়কের একটি মিউজিক ভিডিও। তবে মিউজিক ভিডিওটি অনেক আগের বানানো। কিন্ত খালেদ মাহমুদ সুজন বলেই পুরনো ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে ভার্চ্যুয়াল দুনিয়ায়। শেয়ার হতে থাকে ঝড়ের বেগে। ভিডিওটিতে বেশ কিছু গানের সাথে অভিনয় করেন সুজন ও তিশা।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
রানাঘাটের স্টেশনে থাকা ভিখারিনী রানু মন্ডল সোশ্যাল মিডিয়ার দৌলতে নিজের প্রতিভাকে প্রকাশ করার অনেক সুযোগ পেয়েছে। রানাঘাট স্টেশন থেকে জায়গা হয়েছে তার বলিউডে। তাবড় তাবড় মহারথীদের সঙ্গে এক মঞ্চে গান গাওয়ার সুযোগ রয়েছে তার।
লতা মঙ্গেশকরের গাওয়া ‘প্যায়ার কা নাগমা হে’ গানটি গেয়ে তিনি সকলের মন জয় করে নিয়েছিলেন। পরবর্তীকালে হিমেশ রেশমিয়ার সাথে গান গাওয়ার সুযোগ হয় তার। কিন্তু এই সমস্ত কিছুই ছিল খুব কম সময়ের জন্য। রানু মন্ডলের আ’ত্মম্ভরিতা সকলকে অবাক করে দিয়েছিল এবং অনেকে বলেছিলেন তার এই অহংকারী তার পতনের কারণ।
পরবর্তীকালে তার কষ্টের জীবন আমর’া প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া মা’রফতে দেখেছি। এখনো রানু মন্ডল কে নিয়ে অনেকেরই নানান রকমের প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খায় আর এই প্রশ্ন থেকেই ২ জন ইউটিউবার যারা রানু মন্ডল এর সাক্ষাৎ নিতে গিয়েছিলেন এক অ’ভিনব প’দ্ধতিতে।