প্রাইভেট পড়তে গিয়ে জনপ্রিয় গানে পায়ের ওপরে শাড়ি তুলেই যুবকের সাথে তু-মুল নাচ সুন্দরী যুবতীর!

নাচের মাধ্যমে ফের ভাইরাল এক যুবক ও যুবতী । বর্তমান যুগে আমরা যত উন্নত হচ্ছে যত উন্নত হচ্ছে আমাদের জীবনযাত্রা এবং সেই সূত্রে আমাদের বাড়ির বাবা-মায়েরা অনেক সময় তাদের সন্তানদেরকে ছোটবেলা

থেকেই নাচ গান কিংবা আকার স্কুলে ভর্তি করে দেয় । যাতে বড় হয়ে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে । কখনও কখনও পড়াশোনার পাশাপাশি এই সমস্ত বিষয়-গু-লি হয়ে ওঠে জীবনের মূল লক্ষ্য হয়ে ওঠে ।

আর এই ঘটনার প্রমাণ আমরা এর আগে বহুবার পেয়েছি এবং প্রতিনিয়ত পেয়েছি । ঠিক সে রকম একটি ঘটনা ঘটল যে টি শুনলে বা দেখলে আপনি অবাক হবেন । আজব এই প্লাটফর্ম সোশ্যাল মিডিয়া ।

যেখানে মানুষ রাতারাতি হয়েছে স্টার । আবার কখনো তারকা থাকে নেমে আসে সাধারণ মানুষের রূপে । ইতিমধ্যে আমরা এ ব্যাপারে অবগত যে সোশ্যাল মিডিয়া হচ্ছে বর্তমান যুগে একমাত্র প্লাটফর্ম যেখানে মানুষ

নিজের প্রতিভাকে তুলে ধরতে পারে সবার সামনে । হয়ে যেতে পারে রাতারাতি ভাইরাল! জীবনে একবার না একবার ভাইরাল হতে চেয়েছে প্রতিটা মানুষ । কারণ এই ভাইরাল হলে মিলে মুহূর্তের মধ্যে ব্যা-পক জনপ্রিয়তা ।

কখনও কখনও ইচ্ছে থাকলেও ভাইরাল হওয়া যায়না । কারন ভাইরাল একটি আপেক্ষিক শব্দ । কারোর উপর নির্ভর করে না ।। মুহুর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিওটি এবং ছ-ড়িয়ে পড়েছে নেট দুনিয়ার প্রতিটি আ-নাচে-কা-নাচে ।

তার পাশাপাশি সেই প্রেমিক প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া নেটিজেনরা । ইতিমধ্যে সেই ভিডিও দেখে ফেলেছে প্রায় ১৯ মিলিয়ন মানুষ । আগামী দিনে আরও সুন্দরভাবে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য দুই হাত তুলে আশীর্বাদ করেছেন অনেকে।