প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ, নিজেই নিজেকে বিয়ে করলেন তরুণী

কোনো বিয়ে মানেই সেখানে একজন বর ও আরেকজন কনে থাকেন। আধুনিক যুগে সমলি’ঙ্গের বিয়ের খবরও পাওয়া যায় হরহামেশাই। কিন্তু এবার সামনে এল আজব এক ঘটনা, যেখানে এক তরুণী নিজেই নিজেকে বিয়ে করলেন। সেটিও আবার যেনতেনভাবে নয়, একেবারে অনুষ্ঠান করেই।

নিজেকে বিয়ে করতে ওই তরুণী প্রায় দেড় লাখ টাকা খরচ করেছেন। এমনকী’ বিয়ের পর প্রথা মেনে আয়নাতেই নিজেকে চুমুও খান ওই তরুণী। অ’বাক করা এই ঘটনাটি ঘটেছে যু’ক্তরাষ্ট্রের কলোরাডোতে। খবর টাইমস নাউ নিউজের।

জানা গেছে, মেগ টেইলর ম’রিসন নামে ওই তরুণী আসলে হ্যালোইনের দিনই প্রে’মিককে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু তার আগেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ভেঙে পড়েও বিয়ের পরিকল্পনা বদলাননি মেগ। এরপরই নিজের বিয়ের পরিকল্পনা করতে শুরু করেন মেগ। অনেক পরিকল্পনা করে ঠিক করেন কোনও বর ছাড়াই বিয়ে করবেন তিনি।

এরপরই ৩৫ বছর বয়সী মেগ নিজের জন্য একটি কেক অর্ডার করেন। কেনেন একটি হিরের আংটিও। যদিও মেগের এই পরিকল্পনায় তার পরিবারের এবং বন্ধুরা প্রথমে সায় দেননি। তবে মেগের ইচ্ছার কারণে পরে তারা আর আ’পত্তি করেননি। এরপরই এয়ার বিএনবিতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একেবারে কনের বেশেই হাজির হন মেগ।

নিজেই নিজেকে আংটিটি পরান। এরপর নিজের লিখে আনা নোটটিও পড়েন। কিন্তু প্রথা মেনে চুমুও তো খেতে হবে। সেটা কী’ভাবে হবে? এরপর আয়নায় নিজের প্রতিবিম্বে চুমু খান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই’রাল হয়ে গেছে মেগের বিয়ের এই খবরটি। অনেকেই তার এই পদক্ষেপের প্রশংসাও করেছেন। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেগ জানান, এভাবে নিজেকে বিয়ে করার বিষয়টি অনেকেই বুঝবে না। এটা আসলে নিজের ইচ্ছাকে সম্মান জানানো।