বলিউডে আবারো শো’কের ছায়া, ঐশ্বরিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন কাজল

মুম্বাইয়ে অনুষ্ঠিত বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা চিত্রপরিচালক, অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগনের শেষযাত্রায় আবেগাক্রা’ন্ত হয়ে ওঠেন উপস্থিত সবাই। প্রতিবেশী থেকে বলিউডের নামীদামি তারকা সবাই

হাজির হয়েছিলেন অজয়ের বাসভবনে।গতকাল অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগনকে শেষ শ্রদ্ধা জানাতে স্বামী অভিষেক বচ্চনের স’ঙ্গে অজয়-কাজলের বাড়িতে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

সেখানেই ঐশ্বরিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় কাজলকে। কাজলকে সান্ত্বনা দেন সাবেক বিশ্বসুন্দরী।বাবার মর’দে’হ কাঁধে শেষযাত্রায় অজয়। ছবি : সংগৃহীতঅন্তর্জালে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে,

স্ত্রী ঐশ্বরিয়ার পাশেই দাঁড়ানো অভিষেক। কাজলকে জড়িয়ে ধরে কান্না করছেন ঐশ্বরিয়া। কাজলের বাহু ছুঁয়ে সান্ত্বনা দিতে দেখা যায় অভিষেককেও।বীরু দেবগনকে শেষ শ্রদ্ধা জানাতে অজয়ের বাসভবনে যান অমিতাভ

বচ্চন, শাহরুখ খান, সানি দেওল, ববি দেওল, অনিল কাপুর, অর্জুন কাপুর, বনি কাপুর, রেজা মুরাদ, সুনীল শেঠি, তুষার কাপুরসহ অনেকে তারকা।গতকাল বাবা বীরু দেবগনের মর’দে’হ কাঁধে নিয়ে হাঁটতে দেখা যায় ছেলে অজয় দেবগনকে।

অজয়ের বাসভবনে শাহরুখ খান। ছবি : সংগৃহীতপরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন বীরু দেবগন। ‘ক্রা’ন্তি, ‘সৌরভ’ ও ‘সিংহাসন’ সিনেমায় অভিনয় করেন তিনি। ৮০টিরও বেশি চলচ্চিত্রে তিনি অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন।