বাড়ির সিঁড়ির মধ্যে কোমর দুলিয়ে অসাধারণ ভঙ্গিমায় তুমুল নেচে ভাইরাল বৌদি, রইলো ভিডিও

সকলের মধ্যেই বিভিন্ন ধরনের প্রতিভা বর্তমান। কেউ ভালো নাচতে পারেন, কেউ আবার ভালো গান গাইতে পারেন। আবার অনেকেই আছেন যারা মেয়ে হওয়া সত্ত্বেও সামাজিক বাধা বিপত্তির কোন পরোয়া না করে দুঃসাহসিক ক্রিয়া-কলাপে অংশগ্রহণ করেন।

এমন মেয়েদের শক্তি কুর্নিশ জানানো উচিত। আজকাল মেয়েরা চাঁদে পাড়ি দিচ্ছে। তাই মেয়েদের ঘরবন্দি করার দিন আজ আর নেই। তারাও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের দায়িত্ব নিতে শেখে, সামলাই সংসার।

সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা অনেক ধরনের নাচের ভিডিও দেখতে পাই। আজকালকার যুবক-যুবতীরা তো বটেই বাড়ির বৌরাও কম যাচ্ছেন না। তারা নিজেদের সংসার স্বামী সন্তান সকলকে খুশি করার পাশাপাশি নিজের সংসারকে আমলে রাখেন।

একই সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধি করতেও তারা সিদ্ধহস্ত। কেউ নাচ করে, কেউ আবার বিভিন্ন ধরনের রান্নার প্রিপারেশন সকলের সামনে এনে নিজেকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করে যাচ্ছেন।

সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল এমন একটি নাচের ভিডিও যা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছে নেটিজেন মহল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটা যুবতী বৌদি নিজের বাড়িতেই অসাধারণ ভঙ্গিমায় ডান্স পারফর্ম করছেন।

দেখেই মনে হচ্ছে তিনি আগে কোথাও নাচ শিখেছেন। যার কারণে এত সুন্দর ডান্স পারফর্ম করছেন। এই যুবতী বৌদির বয়স খুব কম হলেও, সংসারের কাজ সামলে তিনি সোশ্যাল মিডিয়ার সেন্সেশন।

এদিন বৌদির পরনে ছিল কালো রঙের একটি শাড়ি তার সাথে ডিজাইনার ব্লাউজ। খোলা চুলে বেশ খানিকটা মোহময় লাগছিল এই যুবতী বৌদিকে।

তাছাড়া শাড়ি পরলেও তার শারীরিক ভঙ্গি এবং নাচের স্টেপ সত্যিই খুব আকর্ষণীয় খোলামেলা শাড়ি পড়ে ডান্স পারফর্ম করেছেন এই যুবতী বৌদি পুরনো দিনের গান হলেও তার নাচের মধ্যে রয়েছে অনেক অভিনবত্ব।

“আজা আজা ইয়াদ সাতায়” নাচছেন যুবতী বৌদি। তারা নাচের ভঙ্গিমা দেখে সকলেই মুগ্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দিনেশ কুমার নামক জনৈক ব্যক্তি নিজের ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক এই ভিডিওটি পোস্ট করেছেন।

এই ভিডিওটিতে দেখা যাচ্ছে এক বৌদি নিজের বাড়িতেই ডান্স পারফর্ম করছেন। গানের তালে তালে তার দুলে উঠছে কোমর। শরীরে হিল্লোলে আকৃষ্ট হতে বাধ্য সকলেই। এক বছর আগে পোস্ট করা হলেও ভিডিওটির দর্শক সংখ্যা নেহাত কম নয়।

১ মিলিয়ন দর্শক ইতিমধ্যে ভিডিওটি দেখার পাশাপাশি, সাড়ে সাত হাজার লাইক পড়েছে ভিডিওটিতে। কমেন্ট সেকশনে সকলেই এই যুবতী বৌদির নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।