বিদেশ থেকে ফিরে বিমানবন্দরে নেমে ব্যাগ না পেয়ে কাঁদলেন আফসার

আফসার উদ্দিনের কন্যা সন্তান জন্ম নিয়েছে ৩ মাস আগে। প্রথম সন্তান, তাই তাকে দেখার অপেক্ষার প্রহর যেন যেন শেষ হয় না। ছুটি নিয়ে দেশে যাচ্ছেন। প্রথম সন্তান বলে কথা, যেখানে যা পছন্দ হয়েছে কিনেছে, একটা ব্যাগ ভর্তি শুধু মেয়ের জন্য জামা, জুতো, খেললা, খাবারে।

সৌদি আরব থেকে ঢাকায় আসার পর আফসার উদ্দিনের মন খারা’প। সাথে আনা সবগুলো ব্যাগের মধ্যে একটি ব্যাগ তিনি পাননি। আর যেটি পাননি, সেটিতে ছিলো মেয়ের জন্য কেনা জিনিসপত্র। এখন তিনি কিভাবে বাড়িতে যাবেন। হাউমাউ করে কাঁ’দতে না পারলে চোখ ভেজা আফসারের।

২ ঘন্টা বিমানবন্দরে ব্যাগ খুঁজলে, কোন খোজ পেলেন না। একজন তাকে পরামর্শ দিলেন বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ডে অভি’যোগ দিতে। অভি’মানী আফসার বললেন, মেয়ের জিনিসপত্র নিতে পারছি না, খালি হাতে বাড়ি যাচ্ছি, অভি’যোগ দিয়ে কি আর হবে। শা’লার চো’রের দেশে এয়ারপোর্টের সব চো’র। কার কাছে অভি’যোগ দিবো । বলেই কেঁদে উঠলেন আফসার।

আফাসর উদ্দিনের ব্যাগের কি হয়েছিলো? আপনি কি অনুমান করতে পারছেন? কমেন্ট করে জানান বাংলা এভিয়েশনের ফেসবুক পেজে। বাংলাদেশ সময় আজ (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে কমেন্ট করে উত্তর দিন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে দেওয়া হবে ঢাকা-কক্সবাজার-ঢাকা ফ্লাইটের টিকিট। বিঃ দ্রঃ বাংলা এভিয়েশনের ফেসবুক পেজের কমেন্ট বক্সে উত্তর জানাতে হবে।