৪১তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ছুটি চেয়েছিলেন পাবনার আতাইকুলা থানার এসআই হাসান আলী। ছুটি না দেয়ায় ওসির সঙ্গে তর্কের পর থানার ছাদে উঠে নিজের মাথায় গু’’লি করে আ’ত্মহ’’ত্যা করেন তিনি।
এমনটাই দাবি করছেন নি’’হ’ত পুলিশ সদস্যের বাবা। এসআই হাসান আলী যশোরের কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের ভ্যানচালক জব্বার আলীর ছেলে। সোমবার নিজ গ্রামে জা’না’জা শেষে পারিবারিক কব’রস্থানে তাকে দা’ফ’ন করা হয়েছে।
হাসান আলী ৩৭তম আউটসাইট ক্যাডেট হিসেবে গত বছরের ৬ ফেব্রুয়ারি পুলিশে যোগ দেন। এ বছরের ৮ ফেব্রুয়ারি পাবনার আতাইকুলা থানায় এসআই হিসেবে যোগদান করেন তিনি।
কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলা জানান, হাসান আলীর ম’রদে’হ পাবনার আতাইকুলা থেকে রোববার রাতে গ্রামের বাড়িতে পৌঁছায়। রাতেই শত শত মানুষ তাকে একনজর দেখতে ভিড় জমায়। সোমবার সকালে বাড়ির পাশেই হাসান আলীর জা’না’জা হয়। এরপর তাকে পারিবারিক কব’রস্থানে দা’ফ’ন করা হয়।
হাসান আলীর বাবা জব্বার আলী বলেন, আমার এক মেয়ে ও এক ছেলে। অভাবের সংসারে অনেক ক’’ষ্ট করে ছেলেকে মানুষ করেছি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে নিজের যোগ্যতায় পুলিশে চাকরি পায়। ট্রেনিং শেষে গত বছর পাবনার আতাইকুলা থানায় এসআই পদে যোগ দেয়।
তিনি আরো বলেন, বুধবার হাসান তাকে জানান- ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দিতে শুক্রবার খুলনায় আসবেন। কিন্তু ওসি তাকে ছুটি দেবেন না। এ নিয়ে ওসির সঙ্গে হাসানের ত’র্ক হয়। পরীক্ষার জন্য ছুটি না দেয়ায় তিনি ক্ষু’’ব্ধ ছিলেন। আমার ছেলে আ’ত্মহ’’ত্যা করতে পারে না, তাকে হ’’ত্যা করা হয়েছে।
কেশবপুর থানার ওসি জসীম উদ্দিনের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
রোববার সকালে পাবনার আতাইকুলা থানার ছাদে গু’’লিবি’দ্ধ অবস্থায় এসআই হাসান আলীর লা’’শ উদ্ধার করে পুলিশ। আতাইকুলা থানার ওসি কামরুল ইসলাম জানান, রাতে খাবার খেয়ে
থানার ব্যারাকের একটি কক্ষে ছিলেন এসআই হাসান আলী। রাত ২টার দিকে তিনি মোবাইল ফোনে কথা বলার জন্য থানার ছাদে যান। সেখানে তিনি রাতের কোনো এক সময় পি’’স্ত’ল দিয়ে নিজের মাথায় গু’’লি চালিয়ে আ’ত্মহ’’ত্যা করেন।
রোববার বাদ এশা পাবনা পুলিশ লাইন্স মাঠে তার প্রথম জা’না’জা হয়। জা’না’জা শেষে ওই রাতেই পরিবারের লোকজন ম’’রদে’হ যশোরের কেশবপুরে নিয়ে যান।