বিয়ের উদ্দেশ্য হল এটা যে, স্বামী-স্ত্রী’ দুজনেই পূর্ণরূপে সন্তুষ্ট হবে, সুখী হবে ওদের দু’জনের জীবনই। শা’রীর এবং মানসিকভাবে একা পড়ে যাওয়াকে স্ত্রী’রা কখনই সহ্য করতে পারে না। তবে, মুদ্রার উল্টা পিঠও আছে।
নতুন খবর হচ্ছে, ছয় কি’শোর-কি’শোরী। এর মধ্যে তিন কি’শোরীর একজন পঞ্চ’ম ও দুজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আর তিন কি’শোরের একজন অষ্টম শ্রেণি ও দুজন নবম শ্রেণি পড়ুয়া। ছয়জন মিলে মাত্র ছয় হাজার টাকা নিয়ে চলে আসে চট্টগ্রামে। উদ্দেশ্য তারা বিয়ে করবে।
এদিকে, কোতোয়ালী থা’নার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্ম’দ নেজাম উদ্দিন বলেন, তারা নাবালক। না বুঝে এমন সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনায় পু’লিশ মা’ম’লা করেনি।
বিয়ের উদ্দেশ্য হল এটা যে, স্বামী-স্ত্রী’ দুজনেই পূর্ণরূপে সন্তুষ্ট হবে, সুখী হবে ওদের দু’জনের জীবনই। শা’রীর এবং মানসিকভাবে একা পড়ে যাওয়াকে স্ত্রী’রা কখনই সহ্য করতে পারে না। তবে, মুদ্রার উল্টা পিঠও আছে।
নতুন খবর হচ্ছে, ছয় কি’শোর-কি’শোরী। এর মধ্যে তিন কি’শোরীর একজন পঞ্চ’ম ও দুজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আর তিন কি’শোরের একজন অষ্টম শ্রেণি ও দুজন নবম শ্রেণি পড়ুয়া। ছয়জন মিলে মাত্র ছয় হাজার টাকা নিয়ে চলে আসে চট্টগ্রামে। উদ্দেশ্য তারা বিয়ে করবে।
এদিকে, কোতোয়ালী থা’নার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্ম’দ নেজাম উদ্দিন বলেন, তারা নাবালক। না বুঝে এমন সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনায় পু’লিশ মা’ম’লা করেনি।