চাঁদপুরে ৯ম শ্রেনীর স্কুল ছাত্রী কাকলি র’হস্য উদঘাটন ও ঘা’তককে গ্রে’প্তার করেছে পু’লিশ। একই সঙ্গে ছাত্রীর বি’চ্ছিন্ন মাথা এবং ব্যবহৃত চা’কু উ’দ্ধার করা হয়েছে।মলত তৃমুখী প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে নি’র্মম এই ঘটনা ঘটে। শুক্রবার রাত সাড়ে ১২টায় এমন তথ্য নিশ্চিত করেছেন, মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা।
আরও পড়ুন : ব্যাংকে ২০০ টাকা তুলতে এসে বৃদ্ধার কাণ্ড। এক বৃদ্ধা ব্যাংক কাউন্টারে ২০০ টাকার একটি চেক এগিয়ে দেন, তখন ওপাসে বসা ব্যাংকের মহিলা কর্মী সেই চেক দেখে বিরক্তসহ বলেন,
“পাঁচহাজার টাকার কম টাকা তুলতে হলে আপনাকে এ.টি.এম. থেকে নিতে হবে।” এই শুনে বৃদ্ধা প্রশ্ন করেন, “কেন..? মহিলা তখন ভুরু কুঁচকে আরো বিরক্ত হয়ে ঝাঁঝালো গলায় বলেন, “এ গুলো নিয়ম। বৃদ্ধা খানিক চুপ করে থাকেন…..
তারপরেই উনি চেকটি আবার কাউন্টারে দিয়ে জিজ্ঞেস করেন, ” এই ব্যাংকের একাউন্টে আমার যত টাকা আছে সমস্ত টাকা তুলে আমায় এক্ষুণি দিয়ে দেন….আমি আরেকটা চেক দিচ্ছি …..” এই কথা শুনে ব্যাংকের মহিলা একটু থতমত খেয়ে বৃদ্ধার একাউন্ট চেক করে আরো বিস্মিত !
মাথা নেড়ে নেড়ে কাউন্টারের কাঁচের সাথে মুখ সাঁটিয়ে, ফিসফিস করে সে বৃদ্ধাকে বলে, “আপনার একাউন্টে ৭৫ লক্ষ টাকা !! মাফ করবেন, আমাদের ব্যাংকে এই মুহূর্তে দেবার মত এত টাকা নেই।
“বৃদ্ধা তিন লক্ষ টাকার অন্য একটি চেক কেটে কাউন্টারের মহিলাটিকে দিল। মহিলা তাড়াতাড়ি চেকের বদলে তিন লক্ষ ক্যাশ টাকা অতীব শ্রদ্ধার সাথে বৃদ্ধার হাতে তুলে দেয়।
বৃদ্ধা তিন লক্ষ টাকা থেকে ২০০ টাকা নিজের ব্যাগে ভরে বাদবাকি দু লক্ষ নিরানব্বই হাজার আটশত টাকা মহিলাকে ফেরত দিয়ে বলেন, “দয়া করে এই টাকা আমার একাউন্টে আবার জমা করে দিন…..“ব্যাংকার মহিলা তখন নির্বাক হয়ে বৃদ্ধার কথামতো টাকা বুঝে নিল….. (ফেসবুক থেকে নেয়া)